মালয়েশিয়ায় আজ থেকে ১১ ধরনের ব্যবসা পরিচালনার অনুমতি

0
732

মালয়েশিয়ার অর্থনীতির চাকাকে সচল রাখতে আজ ১৬ আগষ্ট থেকে আরো ১১ ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে দেশটির সরকার।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন। তবে এই সুযোগ শুধু তাদের জন্যই প্রযোজ্য যারা কোভিড-১৯ ভ্যাকসিনের  দুই ডোজ ইতোমধ্যে গ্রহণ করেছে। প্রমাণপত্র হিসেবে তারা ভ্যাকসিনের ডিজিটাল সার্টিফিকেট দেখিয়ে স্ব স্ব প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন।

যেসব ব্যবসায়ী পিপিএন এফএএসএ২ বিভাগে অন্তর্ভুক্ত তারাই মূলত নিম্নোক্ত অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছেন।  অর্থনৈতিক কার্যক্রমগুলো হলো:

১. গাড়ি ধোয়ার দোকান বা কারওয়াশ

২. বৈদ্যুতিক এবং ইলেকট্রনিকস দোকান

৩. গৃহস্থালি বা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান

৪. আসবাবপত্র বা ফার্নিচারের দোকান

৫. ক্রীড়া বা খেলাধুলা সামগ্রী বিক্রির দোকান

‌৬. গাড়ির পার্টস এর দোকান

৭. গাড়ি বেচা কেনার শো-রুম বা অফিস

৮. সকালের বাজার

৯. পোশাক , ফ্যাশন এবং আনুষঙ্গিক দোকান ।

১০. স্বর্ণের দোকান

১১. হেয়ার কাটিং সেলুন

সংবাদ বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here