বৃহস্পতিবার, 21 নভেম্বর, 2024

সাইকেল চালিয়ে তিন বন্ধুর দুঃসাহসিক হজযাত্রা

হঠাৎই তিন বন্ধুর তীব্র ইচ্ছা জাগলো সাইকেল চালিয়ে একসঙ্গে হজব্রত পালন করবেন তারা। আর এ পরিকল্পনা বাস্তবায়নে তারা যাত্রাও শুরু করে দিয়েছেন। সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে এরই মধ্যে হাজার হাজার মাইল অতিক্রম করে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান থেকে এ তিন বন্ধু সাইকেল চালিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। সৌদি আরবে হজ পালনের জন্য তাদের এই যাত্রাটি ছিলো একটি অবিস্মরণীয় আধ্যাত্মিক যাত্রা, যা কিনা দুঃসাহসিক এবং তীব্র বাসনায় ভরপুর।

৩০ বছর বয়সী গাফুরভ দিলোভার, নাজারভ সাইদালি এবং তালাবভ শোকিরের জন্য এই তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাব্য উপায়গুলির মধ্যে সাইকেল চালানোর বিষয়টি ছিল ভিন্নরকম একটি বিষয়। প্রতিবেদন অনুসারে, তাজিকিস্তান সরকার ৪০ বছরের কম বয়সী নাগরিকদের তীর্থযাত্রায় ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রেখেছে। দেশটি সাধারণত বয়স্ক ব্যক্তিদেও হজে যেতে উৎসাহী করে এবং বয়স্কদেরই এ সুযোগ দেওয়ার চেষ্টা করে।

৩৭ বছর বয়সী উদ্যোক্তা এবং দুই সন্তানের বাবা দিলভার বলেন, ‘আমরা সবাই বন্ধু। আমরা আমাদের সাইকেলে তীর্থযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছি। ফলে বছরের শুরু থেকেই এই যাত্রার জন্য প্রস্তুতি নিয়েছি। এবং আমরা এক মাসব্যাপী সাইকেল যাত্রাও করেছি। আমরা গরম আবহাওয়া, বালি, ধুলো ঝড় এবং বাতাসের অবস্থা থেকে শুরু করে ফ্ল্যাট টায়ার, ভাষার প্রতিবন্ধকতা, রাস্তায় ঘুমানো এবং অন্যান্য আরো নানাবিধ সমস্যার মুখোমুখি হয়েছি। কিন্তু তারপরও আমরা এই সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছি। এখন আমাদের যাত্রা চালিয়ে যাওয়ার জন্য দুবাইতে সৌদি আরবের কনস্যুলেট জেনারেলের কাছ থেকে ভিসা পাওয়ার অপেক্ষায় আছি।’

তিন বন্ধু গাফুরভ দিলোভার, নাজারভ সাইদালি এবং তালাবভ শোকির। ছবি: সংগৃহীত

এ তিন বন্ধু রুক্ষ পাহাড়ের উপর দিয়ে সাইকেল চালিয়েছেন। যারা শুধু রাশিয়ান এবং ফার্সি ভাষায় কথা বলতে পারতেন। পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর তারা যাত্রা করেছিলেন। প্রথমে প্রতিবেশী তুর্কমেনিস্তানের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারা। কিন্তু করোনার কারণে দেশটিতে প্রবেশের জন্য তাদের ২০ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছিল। তাই তারা আফগানিস্তান-উজবেকিস্তান সীমান্ত দিয়ে একটি বিকল্প পথ খোঁজার চেষ্টা করেছিল। কিন্তু নতুন ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটাতেও তারা ব্যর্থ হয়। তারপর তারা উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে যাত্রা করে। যেখানে রয়েছে দুই হাজার বছরের পুরনো ঐতিহাসিক শহর বুখারার মতো এলাকাগুলি।

আরো পড়ুন:

শত বাঁধা পেরিয়ে মক্কা কীভাবে হজ্বযাত্রীদের যাতায়াত সহজ করলো?

৩১ বছর বয়সী সাইদালি; যিনি একটি মুদির দোকান চালান এবং তার তিনটি সন্তান রয়েছে। তিনি বলেন, ‘একটা দরজা বন্ধ হলে আরেকটা খুলে যেতো। আমরা একের পর এক রুট বদলাতে থাকি, কিন্তু যাত্রা বন্ধ করিনি। হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার ভিসা পাওয়ার আশায় আমরা দুবাইতে এসেছি।’

তাসখন্দ থেকে তারা আজারবাইজানের বাকুতে উড়ে যায় এবং তারপরে ইরানের বেশ কয়েকটি প্রাচীন শহর যেমন; কাজভিন- দেশের ক্যালিগ্রাফি রাজধানী এবং ইস্পাহান- সিল্ক রোড প্রোগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে দিয়ে রাস্তা অতিক্রম করে। অবশেষে তারা বন্দর আব্বাস থেকে ফেরি নিয়ে শারজাহ পৌঁছান।

সঠিক সময়ে হজব্রত পালন করার জন্য শত কষ্ট উপেক্ষা করছেন তারা। ছবি: সংগৃহীত

৩৪ বছর বয়সী শোকির; একজন ব্যবসায়ী এবং চার সন্তানের বাবা। তিনি বলেন ‘এটি ছিল আধ্যাত্মিক জাগরণের যাত্রা। আমরা গ্রাম ও পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে গেছি। দিনের বেলা এবং ঠাণ্ডা রাতেও সাইকেল চালানোর কারণে প্রচণ্ড গরম অনুভব করেছি। আমরা রাস্তার ধারে খেয়েছি এবং রাতে মসজিদের বাইরে ক্যাম্প করেছি। এবং আমরা আমাদের সঙ্গে মানচিত্র, তাঁবু ও স্ন্যাকসের মতো প্রয়োজনীয় কিছু সরঞ্জাম রেখেছিলাম।’ যাত্রাপথে তারা বেশ কয়েকটি ল্যান্ডমার্ক মসজিদে নামাজ পড়েছেন এবং শহীদ ও সাধুদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আরো পড়ুন:

হজে অংশ নিতে পায়ে হেঁটে মক্কার পথে এক ব্রিটিশ মুসলিম

শুক্রবার কনস্যুলেটে পরিদর্শনের পর দিলোভার বলেন, ‘গত ৩০ দিনে আমরা বিভিন্ন দেশ এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছি। পাশাপাশি অনেক নতুন বন্ধু তৈরি করেছি এবং অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জেনেছি। এখন আমরা লোকদের তাদের ফ্ল্যাট টায়ার ঠিক করতে সাহায্য করতে পারি। আমরা বেশ কয়েকজনের কাছ থেকে সমর্থন পেয়েছি, যাদের সঙ্গে আমরা প্রথমবারের মতো দেখা করেছি। এবং সবসময় বিশ্বাস রেখেছি যে, আমরা হজের এই তীর্থযাত্রা সম্পূর্ণ করতে পারব। এবং এখন প্রায় সেখানে পৌঁছেও গেছি। আমরা আশা করি ভ্রমণের জন্য শীঘ্রই ভিসা পাব।’ আর দুবাইতে তাদের এ কাজে সহায়তা করেছে তাদের বন্ধু মোহাম্মদ জন।

সূত্র: খালিজ টাইমস

Get in Touch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related Articles

অভিবাসীর সঙ্গে থাকুন

10,504FansLike
2FollowersFollow
96SubscribersSubscribe

সাম্প্রতিক ঘটনা