শনিবার, 27 জুলাই, 2024

২৪ ঘণ্টায় মিলবে ওমরাহ ভিসা

সৌদি আরবের বাইরে থেকে পৃথক ওমরাহ তীর্থযাত্রীদের জন্য ওমরাহ ভিসার জন্য আবেদন করার জন্য একটি ইলেকট্রনিক পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছেন সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ।

গত বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, ওমরাহর জন্য ভিজিট ভিসা এখন ২৪ ঘন্টার মধ্যে ইস্যু করা হবে। এছাড়া ওমরাহ ভিসার জন্য আবেদনপত্র জমা দেয়া যাবে সৌদি আরবের বাইরে থেকে।

আল-রাবিয়াহ আরো বলেছেন, কিংডমের ভিশন ২০৩০-এর লক্ষ্য হলো বৃহত্তর সংখ্যায় ওমরাহ পালন করতে আসা মানুষদের অভ্যর্থনা সহজতর করা।

চলতি বছর ১০ লাখ মানুষ হজ করবেন। এর মধ্যে আট লাখ ৫০ হাজার (৮৫ শতাংশ) বিদেশী এবং এক লাখ ৫০ হাজার (১৫ শতাংশ) অভ্যন্তরীণ হজযাত্রী অন্তর্ভূক্ত।

তিনি আরো জানান, হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা কাজ করছে। “এই বছর হজ স্মার্ট কার্ড বাস্তবায়িত হবে” উল্লেখ করে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে জানান, ডিজিটাল প্রযুক্তি এই বছরের হজ্বকে নিখুঁতভাবে আয়োজন করতে সহায়তা করবে।

সূত্র: সৌদি গেজেট

Get in Touch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related Articles

অভিবাসীর সঙ্গে থাকুন

10,504FansLike
2FollowersFollow
96SubscribersSubscribe

সাম্প্রতিক ঘটনা