বৃহস্পতিবার, 21 নভেম্বর, 2024

‘পশ্চিমারা অভিবাসীদের দ্বারা নয়, অভিবাসীদের ভয়ে ধ্বংস হচ্ছে’

‘দুঃখ এবং ক্রোধে’ লেখা, এটি একটি অসাধারণ এবং জরুরীভাবে প্রয়োজনীয় গ্রন্থ, যা ধর্মান্ধতার বিরুদ্ধে এবং আমাদের সকল অভিবাসীদের জন্য স্পষ্ট বার্তা তুলে ধরে, আমরা কী নই, আমরা কারা, এবং কেন শঙ্কামুক্তভাবে আমরা স্বাগত পাওয়ার যোগ্য’। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখক সুকেতু মেহতা রচিত গ্রন্থ ‘দিস ল্যান্ড ইজ আওয়ার ল্যান্ড-আ ইমিগ্রান্টস ম্যানিফেস্তো’ বা ‘এই জমিন আমাদের জমিন: একজন অভিবাসীর ইশতেহার’ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এমনটাই অভিমত ব্যক্ত করেছিলেন ‘দ্য স্যাটানিক ভার্সেস’খ্যাত লেখক সালমান রুশদি।

‘এই জমিন আমাদের জমিন: একজন অভিবাসীর ইশতেহার’ গ্রন্থে লেখক সুকেতু মেহতা ব্যাখ্যা করেছেন, কীভাবে আরো বেশি সংখ্যায় অভিবাসী গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো লাভবান হয়। বিপরীতে এ লেখক প্রশ্ন তুলেছেন, আমেরিকান জীবনে এমন কী কিছু বিষয় রয়েছে, যা অভিবাসনের চেয়ে আরো বেশি আলোচনা এবং বিতর্ককে প্ররোচিত করে?

সমালোচকদের মতে, ভারতীয় এবং ইউরোপীয় ভাষায় মসৃণ উচ্চারণসহ লেখক তীর্যক ও বিদ্রুপাত্মকভাবে অভিবাসন বিষয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন গ্রন্থটিতে। একইসঙ্গে তিনি তার যুক্তিসমূহকে সাবলীনভাবে উপস্থাপন করে গ্রন্থটিকে আকর্ষণীয় করে তুলেছেন, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

সুকেতু এই গ্রন্থে মতামত ব্যক্ত করেছেন কীভাবে অন্তর্দ্বন্দ্ব ও জলবায়ু পরিবর্তন এই পৃথিবীর একটা বড় অংশকে নতুন করে গড়ন দিচ্ছে। তিনি বলছেন, ভাবতে অবাক লাগার কারণ নেই, সীমান্ত খুবই ক্ষীণ হয়ে উঠছে। পৃথিবীতে উপনিবেশিকতার ধ্বংসাত্মক নীতি ও বৈশ্বিক অসমতা তৈরী হয়ে হয়েছে। আজ যখন অভিবাসীদের প্রশ্ন করা হয়, কেনো তোমরা এখানে?’ তারা ন্যায়সঙ্গতভাবে উত্তর দিতে পারে, ‘আমরা এখানে কারণ তোমরা ওখানে ছিলে?’ গ্রন্থটিতে বলা হচ্ছে, অভিবাসন চলমান থাকার কারণে সবাই লাভবান হচ্ছে। দেশ ও কমিউনিটির কল্যাণে অভিবাসীরা অনেক অনেক সুবিধা নিয়ে এসেছে।

সুকেতু মেহতা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বেড়ে ওঠা একজন ভারতীয় বংশোদ্ভূত কিশোর হিসেবে তার নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে গ্রন্থটি রচনা করেছেন বিধায়, এর তথ্য, বিশ্লেষণ সবই সাধারণ গড়পড়তা অভিবাসীদের জীবনধারাকে সামনে নিয়ে আসতে সক্ষম হয়েছে।
সুকেতু সারা বিশ্বে প্রকাশিত নানা ধরনের অভিবাসন বিষয়ক প্রতিবেদন বছরের পর বছর ধরে সংগ্রহ করেছেন। লেখক বিশ্বব্যাপী অভিবাসী-বিরোধী প্রতিক্রিয়াকে যাচাই-বাছাই করে তা অনুধাবনের চেষ্টা করেছেন। যেমনটি তিনি এ গ্রন্থে ব্যাখ্যা করেছেন, পশ্চিমারা অভিবাসীদের দ্বারা নয়, অভিবাসীদের ভয়ে ধ্বংস হচ্ছে। মেহতা দুবাই থেকে কুইন্স পর্যন্ত শ্রমিক এবং অন্যদের সাধারণ অভিবাসীদের গুরুত্ব ও বীরত্বের কথা তুলে ধরে ব্যাখ্যা করেছেন যে, কেন আজ আগের চেয়ে অনেক বেশি লোক অভিবাসিত হচ্ছে। মেহতা দেখিয়েছেন, অভিবাসীরা পুরো বিশ্বের জন্য অনেক সুবিধা নিয়ে আসে। তারা স্বদেশ এবং নিজ পরিবার, সম্প্রদায়কে উন্নয়নের পথে ধাবিত করতে সক্ষম।

সবমিলিয়ে ‘এই জমিন আমাদের জমিন: একজন অভিবাসীর ইশতেহার’ গ্রন্থটি কখনোবা আবেগপ্রবণ, কখনোবা কঠোরতা-সব অনুভূতির মিশেলে একটি সময়োপযোগী এবং প্রয়োজনীয় প্রচেষ্টা।

Get in Touch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related Articles

অভিবাসীর সঙ্গে থাকুন

10,504FansLike
2FollowersFollow
96SubscribersSubscribe

সাম্প্রতিক ঘটনা