ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে বিদেশফেরত কর্মীদের সম্মিলিত উদ্যোগে চালু হল প্রবাসীর ট্যাক্সি। ‘আপনার বাড়ি ফেরার সঙ্গী হোক আপনাদেরই প্রবাসীর ট্যাক্সি’ এমন স্লোগানে যাত্রা শুরু করেছে ভিন্নধর্মী এই ট্যাক্সি সেবা।
বিমানবন্দর থেকে প্রবাসীদের বাড়ি ফিরতে শিকার হতে হয় নানা ভোগান্তির। এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায়সহ ট্যাক্সি বা গাড়ির ব্যবসায়ী সিন্ডিকেটের হয়রানি তো রয়েছেই । তাই প্রবাসফেরতরা নিজেদের উদ্যোগে প্রবাসীদের জন্য চালু করতে যাচ্ছেন এই প্রবাসী ট্যাক্সি সেবা।
তাই আপনি যদি বিদেশফেরত হয়ে থাকেন এবং কোনো কর্মসংস্থান পাচ্ছেন না, সেই সঙ্গে যদি আপনি গাড়ি চালনায় দক্ষ হন, তাহলে আপনিও হতে পারেন প্রবাসী ট্যাক্সির গর্বিত অংশীদার।
তবে এই প্রবাসী ট্যাক্সির চালক হতে হলে যোগ্যতা হিসেবে চালককে অবশ্যই বিদেশফেরত হতে হবে। বিমানবন্দরে অতিরিক্ত ভাড়া আদায় রোধে প্রবাসীদের জন্য ন্যায্য ও সীমিত মূল্যে বাড়ি পৌছে দেওয়ার মানসিকতা থাকতে হবে।
প্রবাসী ট্যাক্সি সেবার অন্যতম উদ্যোক্তা আল আমিন নয়ন, যিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির ইনফরমেশন সার্ভিস সেন্টার ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, ‘দেশে ৪৮ শতাংশ বিদেশফেরতরা চরম বেকারত্বের মধ্যে জীবন যাপন করছেন। তাদের কর্মসংস্থান ফিরিয়ে আনতে এটি একটি অনন্য উদ্যোগ হতে পারে। অনেকেই আছেন যারা বিদেশে গাড়ি চালনার কাজ করতেন, কিন্তু দেশে এসে কৃষিকাজে নিয়োজিত হচ্ছেন। যার ফলে তাদের দক্ষতার কিন্তু সদ্বব্যবহার হচ্ছে না। এজন্য তার অভিজ্ঞতাকে যেন সে পেশা হিসেবে বেছে নিতে পারে, এটিই আমাদের মূল উদ্দেশ্য।’
তিনি আরো জানান, এটি মূলত অন কল সার্ভিস। প্রাথমিকভাবে যাত্রীরা ফোনকলের মাধ্যমে ট্যাক্সি ভাড়া নিতে পারবেন। পরবর্তীতে এ্যাপসের মাধ্যমে এই রাইডিং সেবাটি সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।
প্রবাসীর ট্যাক্সি সেবার আরেকটি বিশেষ দিক হল, যাত্রীর থেকে আদায়কৃত ভাড়ার ২% ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কল্যাণ তহবিলে পৌছে যাবে বলে জানান এই উদ্যোক্তা। শুধু পরিবহন সেবাই নয়, দেশের অন্যান্য ক্ষেত্রেও সবাই মিলে একযোগে কাজ করলে দেশের প্রতিটি অঙ্গনে বিদেশফেরতরা তাদের মেধা প্রজ্ঞা ও শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে মনে করেন এই উদ্যোক্তারা।
যেকোন সময় খুব সহজেই প্রবাসীর ট্যাক্সি সেবা পেতে যোগাযোগ করুতে পারেন এই মুঠোফোন নম্বরে- ০১৩২১১৯৯০২২।