জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির তথ্যমতে, গত ৪৮ ঘন্টারও কম সময়ে ৫০ হাজারেরও বেশি ইউক্রেনীয় শরণার্থী দেশ ছেড়েছে। তিনি এক টুইট বার্তায় আরো বলেন, এদের মধ্যে বেশিরভাগই পোল্যান্ড এবং মলদোভায় চলে গেছে।
ওই টুইট বার্তায় তিনি উল্লেখ করেন, ‘আরও অনেকে ইউক্রেনের সীমানার দিকে চলে যাচ্ছে।’ যেসব দেশ ইউক্রেনের শরণার্থীদের জন্য তাদের সীমান্ত উন্মুক্ত রেখেছে, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের সরকার ও জনগণকে আন্তরিক ধন্যবাদ তাদের সীমান্ত উন্মুক্ত রাখা এবং উদ্বাস্তুদের স্বাগত জানানোর জন্য।’
জাতিসংঘের শরণার্থী সংস্থা বৃহস্পতিবার অনুমান করেছে যে, রাশিয়া ইউক্রেন আক্রমণের ফলে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হবে। সংস্থাটি আরো বলছে যে, ইতোমধ্যে প্রায় এক লাখ ইউক্রেনীয় তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।