তাজানি ইতালিকে ‘‘অপমান’’ করা হয়েছে দাবি তুলে এর প্রতিবাদে বৃহস্পতিবার শেষ মুহূর্তে প্যারিস সফর বাতিল করে দেন।
রোম অভিবাসীদের আগমনকে ভুলভাবে পরিচালনা করছে- ফরাসি একজন মন্ত্রীর এমন অভিযোগের পর উত্তপ্ত হয়ে উঠেছে ইতালি- ও ফ্রান্সের রাজনৈতিক অঙ্গন। ফরাসি মন্ত্রীর ওই মন্তব্যের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি রোববার বলেছেন, এরকম বাজে মন্তব্যের পর প্যারিসের ক্ষমা চাওয়ার বিষয়ে অসন্তুষ্ট রয়েছে ইতালির।
রক্ষণশীল ফোরজা ইতালিয়া পার্টির সদস্য তাজানি, ইতালীয় রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন আরএআই-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ফ্রান্সের ক্ষমা চাওয়ার বিষয়ে ‘‘স্বচ্ছ শব্দের প্রয়োজন’’ রয়েছে।
আরো পড়ুন: ইতালিতে তরুণ অভিবাসীদের জীবনে রং ছড়াচ্ছে স্ট্রীট আর্ট
তিনি বলেন, ‘‘আমি আশা করি যে, ফরাসি সরকার তার অবস্থান পরিবর্তন করবে এবং তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা আসবে, যা স্বরাষ্ট্রমন্ত্রীর গৃহীত অবস্থানের বিপরীতে প্রতিনিধিত্ব করে। আমি তাদের গ্রহণ করতে পেরে খুশি হবো’’
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন গত সপ্তাহে বলেছিলেন, ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ‘‘যে অভিবাসন সমস্যাটির ভিত্তিতে নির্বাচিত হয়েছেন, তা সমাধান করতে অক্ষম’’। দারমানিন আরো যোগ করেছিলেন যে, মেলোনি ভোটারদের কাছে ‘‘মিথ্যা’’ প্রতিশ্রæতি দিয়েছেন যে, তিনি অভিবাসী সংকটের অবসান ঘটাতে পারেন।
আরো পড়ুন: বসবাসের জন্য ইতালির সবচেয়ে নিরাপদ জায়গা কোনটি?
এদিকে তাজানি ইতালিকে ‘‘অপমান’’ করা হয়েছে দাবি তুলে এর প্রতিবাদে বৃহস্পতিবার শেষ মুহূর্তে প্যারিস সফর বাতিল করে দেন। ফরাসি সরকারের মুখপাত্র অলিভিয়ার ভেরান শুক্রবার উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করেছিলেন। সিনিউজকে বলেছিলেন, তিনি নিশ্চিত যে ডারমানিনের পক্ষ থেকে ইতালিকে অপমান করার কোনো ইচ্ছা ছিল না।
সূত্র: রয়টার্স