মঙ্গলবার, 11 ফেব্রুয়ারি, 2025

বিতর্কিত অভিবাসন বিলের ভোটাভুটিতে ঋষি সুনাকই জিতলেন

অবৈধ অভিবাসন বিল উত্থাপন করে তীব্র সমালোচনার মুখে পড়লেও শেষ পর্যন্ত ঋষি সুনাকই জিতলেন। ভারতীয় বংশোদ্ভ‚ত ব্রিটিশ এ প্রধানমন্ত্রী বিতর্কিত অবৈধ অভিবাসন বিলের উপর ভোটাভুটিতে জিতেছেন। কনজারভেটিভ পার্টির মধ্য থেকে বিরোধিতা থাকা স্বত্বেও গতকাল হাউজ অব কমন্স নতুন এ আইন পাস করেছে। এর ফলে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আশ্রয়প্রার্থীরা যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন এবং আটককৃতদের তৃতীয় কোনো ‘নিরাপদ’ দেশে সরিয়ে দেয়ার আইনি সুরক্ষা পাবে ঋষি সুনাক সরকার।

উত্থাপিত বিলটির ওপর ২৮৯ জন সদস্য ভোট দেন। এর মধ্যে ২৩০টি ভোটের বিশাল সংখ্যাগরিষ্ঠতা পান ঋষি সুনাক। অবশ্য হাউজ অব কমন্সে বিলটি পাস হলেও এটি এখন হাউস অফ লর্ডসে যাবে। ধারণা করা হচ্ছে, এখানে বিলটি কঠোর বিরোধিতার মুখোমুখি হবে।

আরো পড়ুন: যুক্তরাজ্য সরকারের হুঙ্কার তোয়াক্কা করছে না অভিবাসীরা

গত বছর রেকর্ড ৪৫ হাজার আশ্রয়প্রার্থী ছোট নৌকায় চড়ে যুক্তরাজ্যে আসে। এরপর থেকে সুনাক সরকার ইংলিশ দিয়ে অভিবাসন ঠেকাতে অগ্রাধিকার দিচ্ছে।
দেশটির স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রাভারম্যান বুধবার দাবি করেছেন যে, বিলটি বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাজ্য আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলবে।

যদিও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, ব্রিটেনের সমতা ও অধিকার কমিশন এবং বিরোধী দলগুলো বলছে, আইনটি পাস হলে দেশটিকে জাতিসংঘের শরণার্থী কনভেনশন এবং অন্যান্য বেশ কয়েকটি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘনের মধ্যে ফেলবে।

অন্যদিকে স্কটিশ ন্যাশনাল পার্টির স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র অ্যালিসন থিউলিস ভোটের পরে বলেছেন, সংসদ সদস্যরা কার্যকরভাবে ‘‘আইন ভঙ্গ’’ করার পক্ষে ভোট দিয়েছেন। সাবেক রক্ষণশীল প্রধানমন্ত্রী থেরেসা মেও বিলটি নিয়ে কঠোর সমালোচনা করেছেন।

আরো পড়ুন: ফুটপাতে ঘুমানোর অধিকারও খর্ব করবে যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতি!

বিলটি উত্থাপন করে, অভিবাসন মন্ত্রী রবার্ট জেনরিক বলেছেন, ‘বিলটি একটি স্পষ্ট বার্তা পাঠাবে যে, আপনি যদি অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেন, তাহলে আপনি এখানে জীবন গড়তে পারবেন না। পরিবর্তে, আটকে থাকার জন্য আপনিই দায়ী থাকবেন এবং যদি এটি করা নিরাপদ হয়, তবে আপনাকে আপনার দেশে ফিরিয়ে দেওয়া হবে অথবা রুয়ান্ডার মতো নিরাপদ তৃতীয় দেশে পাঠানো হবে।’

সূত্র: গার্ডিয়ান, ফাইন্যান্সিয়াল টাইমস

Get in Touch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related Articles

অভিবাসীর সঙ্গে থাকুন

10,504FansLike
2FollowersFollow
96SubscribersSubscribe

সাম্প্রতিক ঘটনা