বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিশেষ হজ ফ্লাইটসমূহের সামনের কেবিনের সীমিত সংখ্যক আসন প্রাপ্তির বিষয়ে হজযাত্রীদের মধ্যে আগ্রহ ও চাহিদা বেড়ে গেছে। এর ফলে আসন প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা এড়াতে হজ ফ্লাইটে নির্ধারিত ফি এর বিনিময়ে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে হজযাত্রীদের সামনের কেবিনের আসন বরাদ্দ দেয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ), তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্মুখ কেবিনের আসন নিশ্চিকতকরণের জন্য বিমান নিম্নলিখিত ফি ধার্য করা হয়েছে। বাংলাদেশ থেকে শুধু যাওয়ার ক্ষেত্রে জনপ্রতি ১৫০.০০ ইউএস ডলার অথবা সমপরিমাণ টাকা এবং যাওয়া ও আসার ক্ষেত্রে (একসঙ্গে) ২৫০.০০ ইউএস ডলার অথবা সমপরিমাণ টাকা। সৌদি আরব থেকে শুধু আসার জন্য ৭০০.০০ সৌদি রিয়াল।
এক্ষেত্রে অবশ্য কিছু শর্ত জুড়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শর্তসমূহ হলো:
১. হজ যাত্রীগণ শুধু সম্মুখ কেবিনে আসন পাবেন। সেবার ক্ষেত্রে কোন পার্থক্য থাকবে না।
২. এই সুযোগ শুধু বিশেষ হজ ফ্লাইটসমূহের জন্য প্রযোজ্য।
যেসব জায়গা থেকে এ সেবা গ্রহণ করা যাবে:
বলাকাস্থ বিমানের প্রধান কার্যালয়ের সেলস অফিস, মতিঝিল ডিস্ট্রিক্ট সেলস অফিস, আশকোনা হজ ক্যাম্পের বিমান সেলস অফিস, বিমান কলসেন্টার এবং সৌদি আরবের জেদ্দা, মদিনা ও মক্কায় অবস্থিত বিমান অফিস থেকে এই সেবা গ্রহণ করা যাবে।
যোগাযোগ:
হজ ক্যাম্পের বিমান সেলস অফিস: ফোন: +88-02-48963715, +88-02-48963725
মোবাইল: 01777760370, 01777715740
মতিঝিল ডিস্ট্রিক্ট সেলস অফিসের হজ সেল: ফোন: +88-02-223381244 মোবাইল: 01777760372
সেলস অফিস (বলাকা): মোবাইল: 01777715630-31
ফোন: +88-02-8901600/ Ext.2135/ 2136
বিমান কলসেন্টার: 01990997997