শুক্রবার, 29 মার্চ, 2024

চোখের পলকে কোটিপতি হলেন বাংলাদেশি যুবক

চোখের পলকে কোটিপতি হওয়ার এ খবর মোটেও কোনো সিনেমা কিংবা কল্পকথার কোনো গল্প নয়। একেবারেই সত্যি এবং তা খোদ বাংলাদেশের একজন যুবকের ক্ষেত্রেই ঘটেছে এমন বাস্তব ঘটনা। এবার সংযুক্ত আরব আমিরাতে ‘মাইটি ২০ মিলিয়ন’ লটারি জিতেছেন বাংলাদেশি যুবক আরিফ খান। শারজায় বসবাসকারী আরিফ জিতেছেন ২ কোটি দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫০ কোটি। চলতি বছরের ২৭ মে কেনা তার টিকিটটির নাম্বার ছিল ১৪৪৪৮১।

৩৬ বছর বয়সী বাংলাদেশি যুবক আরিফ খান বলেন, ‘সবসময় আমি নিজে নিজেই টিকিট কিনি। আমি শুধু আমার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছিলাম। গত এক বছর ধরে টিকিট কিনছিলাম।’ এত পরিমাণ অর্থ জেতার অনুভূতি জানিয়ে আরিফ বলেন, ‘জানি না, আমি যে ২০ মিলিয়ন দিরহাম জিতেছি, সে খবরেই এখন বুঁদ হয়ে আছি।’

লটারির টাকা কীভাবে খরচ করবেন সে সম্পর্কে আরিফ জানান, এ মুহূর্তে তার কোনো পরিকল্পনা নেই। তবে অসহায় মানুষদের পেছনে লটারিতে পাওয়া অর্থ খরচ করার ইচ্ছা পোষণ করেছেন।

আরো পড়ুন:

লটারিতে আড়াই কোটি টাকা জিতলেও তা পাবেন না এই অভিবাসী!

মূলত সামাজিক মাধ্যমের প্লাটফর্মগুলোতে এই টিকিটের প্রচার দেখে তা কিনতে আগ্রহী হয়েছিলেন তিনি। তিনি আরো জানান, এর আগে কখনো নিজের ভাগ্য পরীক্ষা করেননি।

আরিফ ১২ বছর সৌদি আরবে কাজ করেছেন। সৌদি আরবে থাকা অবস্থায় তার ব্যবসায় ধ্বস নেমেছিল। কিন্তু তিনি তাতে মোটেও বিচলিত হননি। দিনের পর দিন কঠোর সাধনা করে নিজেকে গুছিয়ে তুলেছেন নিজেকে।

দুই সন্তানের জনক আরিফ ঢাকার বাসিন্দা। তিনি শারজায় একটি গাড়ি রক্ষণাবেক্ষণের দোকান চালান। চার বছর ধরে তিনি শারজায় কাজ করছেন।
দুই সন্তান, স্ত্রী, পিতা-মাতাকে সুখের সংসার আরিফের। পুরস্কারপ্রাপ্তির পর স্পষ্ট ভাষায় বলেছেন, ‘পৃথিবীতে অর্থ সবচেয়ে বিপজ্জনক জিনিস। তাই আমি অন্যদের সাহায্য করার জন্য এ অর্থ কাজে লাগাতে চাই এবং এটি (অর্থ) পেয়ে নিজেকে পরিবর্তন করতে চাই না।’

সূত্র: খালিজ টাইমস

Get in Touch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related Articles

অভিবাসীর সঙ্গে থাকুন

10,504FansLike
2FollowersFollow
97SubscribersSubscribe

সাম্প্রতিক ঘটনা