চলতি বছরের গেল সাত মাসে এজিয়ান সাগর থেকে ১১ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তুরস্ক। তুরস্কের কোস্টগার্ড কমান্ড ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে উদ্ধারকারীরা ১১ হাজার ১১১ জন অভিবাসন প্রত্যাশীকে এজিয়ান সাগর থেকে উদ্ধার করেছে।
তুরস্কের কোস্টগার্ডের ভাষ্য, উদ্ধারকৃতদের মধ্যে মোট নয় হাজার ৯৭৩ জন অভিবাসীকে অবৈধভাবে তুরস্কের সীমানায় পুশব্যাক করেছে গ্রিসের কোস্টগার্ড। এছাড়া আরো এক হাজার ১৩৮ জনকে অন্যান্যা কারণে এজিয়ান সাগর থেকে উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন: আফগান শরণার্থীদের ঢল ঠেকাতে সীমান্তে দেয়াল নির্মাণ করছে তুরস্ক
বছরের শুরুতে চালু হওয়া এই পুশব্যাকের ঘটনা ধীরে ধীরে বেড়ে জুলাইয়ে এসে রেকর্ড গড়ে এক হাজার ৯৩৩ অভিবাসীকে তুরস্কে পুশব্যাক করা হয়েছে।
কোস্টগার্ড উল্লিখিত সময়ের মধ্যে সাতজন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে। এছাড়া একই সময়ে ৮০ জন পাচারকারীকে আটক করেছে।
নতুন জীবনের সন্ধানে ইউরোপে পাড়ি দেয়ার জন্য তুরস্ক অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে আশ্রয়প্রার্থী ও অভিবাসন প্রত্যাশীদের কাছে জনপ্রিয়। বিশেষ করে যুদ্ধ ও নিপীড়নের হাত থেকে বাঁচতে আফগানিস্তান ও সিরিয়া থেকে প্রচুর সংখ্যক অভিবাসন প্রার্থী তুরস্ককে ব্যবহার করে ইউরোপে ঢোকার চেষ্টা করছে।
সূত্র: মেমো